দেশ

সুপ্রিমকোর্টে শুনানির আগেই ইডির পর এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল

ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার৷ ইডির পর এ বার কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই৷ দিল্লিতে আফগারি দূর্নীতি মামলায় এ বার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন কেজরিওয়াল৷ উল্লেখ্য, আগামী কাল, অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের এই মামলায় জামিনের আর্জির শুনানির কথা ছিল৷ তার আগেই ফের গ্রেফতার করা হল কেজরিকে৷ সোমবার আফগারি নীতি নিয়ে দুর্নীতির একাধিক অভিযোগের ভিত্তিতে তিহার জেলে বন্দি কেজরিওয়ালকে সোমবার জেলে গিয়েই জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ সেখানে কেজরিওয়ালের বয়ান রেকর্ড করা হয়৷ আগামী কাল এই গ্রেফতারির পর কেজরিওয়ালকে আদালতের সামনে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এদিন গ্রেফতারির আগেই আশঙ্কা প্রকাশ করে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছিলেন, ‘এখন, যখন অরবিন্দ কেজরিওয়ালের একশো শতাংশ জামিন মেলার সম্ভাবনা তৈরি হয়েছে, একাধিক সূত্র মারফত খবর মিলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি ভুয়ো মামলার ভিত্তিতে ফের কেজরিওয়ালকে ফের গ্রেফতার করতে পারে৷ গ্রেফতার করতে পারে সিবিআই৷ গোটা দেশ এই ঘটনা দেখছে এবং অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছে৷’