মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তদন্ত করতে নেমে নিজেদের এক অফিসারকে গ্রেফতার করল সিবিআই। ওই অফিসারের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অবভিযোগ উঠেছে। সিবিআই সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃত ওই অফিসারের নাম অভিষেক তিওয়ারি। সিবিআই সূত্রের দাবি, অনিল দেশমুখের আইনজীবীর সঙ্গে ওই অফিসার নিয়মিত যোগাযোগ ছিল। এছাড়াও অনিল দেশমুখ ঘনিষ্ট একাধিক ব্যক্তির কাছ থেকে বেআইনিভাবে অর্থ ও অন্যান্য সাহায্য নিয়েছেন। ওই সাব ইন্সপেক্টরের দিল্লি ও প্রয়াগরাজের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। নিজেদের অফিসারকে গ্রেফতারের পাশাপাশি সিবিআই অনিল দেশমুখের আইনজীবীকেও আটক করেছে। মুম্বইয়ে অনিল দেশমুখের যে বাড়ি রয়েছে, সেখান থেকেই তাঁকে আটক করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআইয়ের মুখপাত্র আরসি জোশী বলেন, “বেআইনিভাবে টাকা আদায় সহ একাধিক অভিযোেগের ভিত্তিতে সিবিআই এক সাব ইন্সপেক্টর ও নাগপুরের এক আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বুধবার অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে এবং আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”