দেশ

আইসিআইসিআই ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল

আইসিআইসিআই ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল। সোমবার সকালে মুম্বই থেকে বেণুগোপালকে গ্রেফতার করেছে সিবিআই। এদিন বেলায় তাকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা নিজেদের হেফাজতে রেখে জেরার জন্য আবেদন জানাবে। দুদিন আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা গ্রেফতার করে এই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা চিফ এগজিকিউটিভ অফিসার ছন্দা কোছারকে। একই দিনে গ্রেফতার করা হয় তাঁর স্বামী দীপক কোছারকে। ছন্দা কোছার এবং দীপক কোছারের বিরুদ্ধে ব্যাঙ্কের ঋণ নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত ২০১৯-সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ছন্দা কোছার, দীপক কোছার-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে চার্জশিট দাখিল করে। সেই চার্জশিটে নাম ছিল ভিডিওকোন ইন্টারন্যাশনাল ইলেক্ট্রনিকস লিমিটেড, এনইউ পাওয়ার রিনিউএবেল প্রাইভেট লিমিটেড, ভিডিওকোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুপ্রিম এনার্জি লিমিটেডের। ছন্দা কোছার এবং দীপক কোছারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০১২-তে ভিডিওকোন সংস্থাকে ৩.২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার। এই টাকার মধ্যে ৬৪ কোটি টাকা বেণুগোপাল ধূত নিজের অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন। যে সংস্থার অ্যাকাউন্টে তিনি এই টাকা সরিয়েছিলেন, সেই সংস্থায় শেয়ারের ৫০ শতাংশের মালিক দীপক কোছার। ছন্দা কোছারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্ক তাকে তাঁর পদ থেকে বরখাস্ত করে। যদিও ছন্দার দাবি, তিনি ওই পদে ইস্তফা দিয়েছেন।