হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালি-সহ তিনজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল সিবিআই। সূত্রের খবর, নির্যাতিতার মা-বাবারও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। হাঁসখালির ধর্ষণ-খুনের মামলায় পুলিশ যাঁদের বয়ান নিয়েছিল, এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। এদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় ১২ জনের সাক্ষী নেওয়া হয়েছে। তাদের সকলের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে নির্যাতিতার বাবা-মা, শ্মশানযাত্রী, অভিযুক্ত সহ আরও বেশ কয়েকজন। সে ক্ষেত্রে অভিযুক্তদের আরও একবার তাদের গোপন জবানবন্দি নেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে সিবিআই। কারণ তারা জানতে পেরেছেন অভিযুক্তরা এলাকায় খুবই প্রভাবশালী। সেক্ষেত্রে ভয় দেখানোর ফলে বয়ানে অসংলগ্নতা থাকতে পারে। সেই কারণে তাদের নতুন করে বয়ান লিপিবদ্ধ করতে চাইছে সিবিআই।