বিনোদন

‘‌আত্মহত্যাই করেছেন’‌, সুশান্তের অ্যাকাউন্টেও গলদ পেল না সিবিআই, এইমস-এর সঙ্গেই সহমত

নয়াদিল্লিঃ এইমস-এর সঙ্গেই সহমত হল সিবিআই। জানিয়ে দিল, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর দেহে কোনও জোরজবরদস্তির চিহ্ন মেলেনি। আর অভিনেতার অ্যাকাউন্টের টাকা লেনদেনেও কোনও কারচুপি দেখতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফরেনসিক অডিট করে কোনও ‘‌সন্দেহজনক’‌ বিষয় চোখে পড়েনি তাদের। মনে হয়নি, যে আর্থিক লাভের জন্যই রিয়া তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন। সূত্রের খবর, সিবিআই এবার আত্মহত্যার কারণ নিয়ে তদন্ত করে দেখবে। দেখবে, এই আত্মহত্যার পিছনে রিয়ার কোনও হাত রয়েছে কিনা। পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা, বলিউডের স্বজনপোষণ, মাদক বা তাঁর অবসাদ কতটা ভূমিকা নিয়েছিল, সেটাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।