কলকাতা

তপন দত্ত হত্যাকাণ্ডে নতুন করে এফআইআর দায়ের সিবিআইয়ের

পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হত্যাকাণ্ডে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট এই তদন্তের ভার তুলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। আদালতের নির্দেশ ছিল, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২০১১ সালের মে মাসে খুন হয়েছিলেন তপন দত্ত। চলতি বছরের ৯ জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। জলা জমি ভরাট করার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তপন দত্ত। অনুমান তার জেরেই খুন হতে হয়েছিল তাঁকে। স্ত্রী প্রতিমা দত্ত’র দাবি, ডানকুনির একটি জলাভূমি ভরাট করে কারখানা গড়ে তোলার প্রতিবাদ জানিয়েচ্ছিলেন তপনবাবু। পাশাপাশি হাওড়া জেলার বালি-জগাছা ব্লকে ৬ নম্বর জাতীয় সড়কের ধারেও একের পর এক জলাভূমি দখল করে কারখানা ও আবাসন তৈরির ঘটনাতেও প্রতিবাদ করেছিলেন তপনবাবু। তার জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি তপনবাবুর স্ত্রীর।