দেশ

বিএসএনএলের ২১ আধিকারিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, এফআইআর দায়ের সিবিআইয়ের

বিএসএনএলে আর্থিক দুর্নীতি। দুর্নীতি ও বিপুল অঙ্কের আর্থিক কারচুপির অভিযোগ উঠেছে বিএসএনএলের সিনিয়র আধিকারিকদের বিরুদ্ধে। প্রাক্তন জেনারেল ম্যানেজার–সহ ২১ জন আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। শুক্রবার এই মামলা সংক্রান্ত ২৫টি জায়গায় তল্লাশিও চালায় সিবিআই। অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং হরিয়ানায় অভিযুক্তদের অফিস এবং বাসস্থানে তল্লাশি চালিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এক ঠিকাদারের সঙ্গে ষড়যন্ত্র করে একটি কাজের জন্য বরাদ্দ টাকায় কারচুপি করেছেন অভিযুক্ত আধিকারিকরা। যার ফলে বিএসএনএলের প্রায় ২২ কোটি টাকার ক্ষতি হয়েছে। সিবিআই সূত্রে খবর, বিএসএনএলের এই ২১ জন আধিকারিক অসমে কর্মরত ছিলেন। এই তালিকায় এক জন প্রাক্তন জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং জোরহাট, শিবসাগর, গুয়াহাটি–সহ বিভিন্ন জায়গার চিফ অ্যাকাউন্টস অফিসাররা রয়েছেন। এফআইআরে অভিযুক্ত আধিকারিকরা ছাড়াও এক ঠিকাদারের নাম রয়েছে। সিবিআইয়ের দাবি, এক ঠিকাদারকে অপটিক্যাল ফাইবারের কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই ঠিকাদার কাজে কারচুপি করেন। তিনি নানা কারণ সামনে তুলে ধরে সংস্থার কাছে অতিরিক্ত টাকাও নেন। যে ঘটনায় যুক্ত ছিলেন ওই ২১ জন আধিকারিক। জানা গেছে, রাস্তায় কেবল বসানোর জন্য এক ঠিকাদারের সঙ্গে প্রতি কিলোমিটারে ৯০ হাজার টাকা খরচের চুক্তি হয়েছিল। কিন্তু অভিযুক্ত আধিকারিকদের ষড়যন্ত্রে সেই খরচ পৌঁছে যায় প্রতি কিলোমিটার আড়াই লক্ষ টাকা।