কলকাতা

শিল্পভবনে এলেন সিবিআই আধিকারিকরা, ২ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ

সামনে ভবানীপুরের উপনির্বাচন, দলের কাজে ব্যস্ত থাকবেন। সিবিআইয়ের তলব পেয়েও তাই তাদের দপ্তরে যাওয়া সম্ভব নয়। ইমেল পাঠিয়ে সিবিআই-কে এমনই জানিয়েছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সেই উত্তর পেয়ে শিল্পভবনেই পৌঁছে গেল সিবিআই। ক্যামাক স্ট্রিটের শিল্পভবনই আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের কাজের জায়গা। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসেই পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৩ প্রতিনিধি।সোমবার দুপুর প্রায় ১২টা। ক্যামাক স্ট্রিটের শিল্পভবনে পৌঁছলেন সিবিআইয়ের ৩ আধিকারিক। প্রায় ২ ঘণ্টা ধরে চলল প্রশ্নোত্তর পর্ব।