৩৫১ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠেছে ভিসা স্টিলের কর্ণধার বিশ্বম্ভর শরণের বিরুদ্ধে। আর তার জেরেই মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আলিপুরে থাকা ভিসা হাউজ-এ হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চলছে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশিও। ২০২০ সালে জালিয়াতির অভিযোগে বিশ্বম্ভর শরণের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলার ভিত্তিতেই চলছে তল্লাশি। ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করে জালিয়াতির অভিযোগ রয়েছে বিশ্বম্ভরের বিরুদ্ধে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৩৫১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন সংস্থার কর্ণধার বিশ্বম্ভর শরণ। পরবর্তীকালে সংস্থাকে দেউলিয়া বলে ঘোষণা করেন তিনি। ঋণের টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সাতসকালেই ৮/১০ আলিপুর রোডের ভিসা হাউজ়ে হানা দেন সিবিআই আধিকারিকরা। পাঁচটি গাড়িতে ২৫-২৬ জন সিবিআই আধিকারিকরা এসে হাজির হন। সূত্রে জানা গিয়েছে, ভিসা স্টিলের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওই সংস্থার একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। ওই বাড়ির গেটের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় থানার পুলিশ কর্মীরা। অফিসের বাইরে যাতে কোনওরকমভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। সংস্থার উচ্চ পদস্থ কর্মীদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। তবে সংস্থার কর্ণধার বিশ্বম্ভর শরণ এখন অফিসের ভিতর রয়েছেন কিনা, তা স্পষ্ট নয়।