জেলা

সাত সকালে নন্দীগ্রামে ৩ তৃণমূল নেতার বাড়িতে সিবিআই তল্লাশি

সাত সকালে নন্দীগ্রামে সিবিআই হানা! নন্দীগ্রামের তিন তৃণমূল নেতার বাড়িতে সিবিআই-এর তল্লাশি। আবু তাহের, সেক খুসনবি এবং সেক আমানুল্লার বাড়িতে সিবিআই-এর টিম এসে আজ সকাল সকালই তল্লাশি চালায় বলে খবর।ভোট পরবর্তী হিংসা মামলায় এই তিন তৃণমূল নেতাকে সিবিআই বারবার তলব করলেও তারা সাড়া দেয়নি বলে সূত্রের খবর। শেষমেশ তিনজনের বিরুদ্ধেই হলদিয়া আদালতে মামলা করা হয়। দুদিন আগেই হলদিয়া আদালত এই তিন তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সূত্রের খবর, তারপর থেকেই তিন তৃণমূল নেতা পলাতক আছেন।আজ তাদের খোঁজেই নন্দীগ্রামে আসে সিবিআই টিম। তিনজনের বাড়িতে ঢুকে তারা তল্লাশিও চালায়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে হইচইয়ের মধ্যেই সিবিআই তলব করেছিল নন্দীগ্রামের তিন তৃণমূল নেতাকে।ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই সিবিআই নন্দীগ্রামের ১২ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। তারা সকলেই প্রায় এক বছর যাবৎ জেলবন্দি রয়েছেন। জানা গিয়েছে, সেই মামলাতেই আবু তাহেরদের সিবিআই নোটিশ পাঠিয়ে তলব করেছে।