জেলা

হাঁসখালি কাণ্ডের প্রমাণ সংগ্রহে শ্মশানে সিবিআই, ফের অভিযুক্তের বাড়িতে হানা, উদ্ধার মোবাইলের ঢাকনা

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়ি সিল করে দিল সিবিআই৷ এ দিন মৃত নাবালিকার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা’র সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিবিআই এর আধিকারিকরা ৷ সেখানে সিবিআই আধিকারিকদের ঘটনার দিনের এবং তার পর থেকে ঘটে চলা সবকিছু সিবিআই আধিকারিকদের জানান তাঁরা ৷ অভিযোগ করা হয়, ঘটনার দিন তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় ৷ এর পর চিকিৎসকের মৃত্যু সংশাপত্র ছাড়াই তড়িঘড়ি নাবালিকার দেহ সৎকার করিয়ে দেওয়া হয় ৷ এ দিন নাবালিকার বাবা-মা’র সঙ্গে কথা বলার পর সিবিআই এর ডিজি’র নেতৃত্বাধীন তদন্তকারী দল মূল অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়িতে যায় ৷ সেখানেই ৫ মার্চ নারকীয় ঘটনা ঘটেছিল ৷ সেখান থেকে সিবিআই আধিকারিকরা বেশকিছু নমুনা সংগ্রহ করেন ৷ নমুন সংগ্রহের পর সিবিআই আধিকারিকরা সেখান থেকে চলে আসেন ৷ বেশ কিছুক্ষণ পর সিবিআই এর ডিজি এবং অন্যান্য আধিকারিকরা ফের ঘটনাস্থলে যান ৷ সেখানে গিয়ে তাঁরা অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়ি সিল করে দেন ৷ ফের আজ দ্বিতীয়বার

গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাড়িতে হানা দেয় সিবিআইয়ের প্রতিনিধিদল ৷ এদিন বাড়ির বাইরে থেকে মোবাইলের ঢাকনা উদ্ধার করে সিবিআই আধিকারিকরা ৷ এরপর হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের প্রমাণ খুঁজতে শ্মশানে সিবিআইয়ের প্রতিনিধি দল ৷ শুক্রবার নমুনা সংগ্রহ করতে শ্মশানে যান সিবিআই আধিকারিককা ৷ এদিন সেখানে গিয়ে চুল্লি থেকে পোড়া জামা কাপড়ের অবশিষ্টাংশ সংগ্রহ করেন নমুনা হিসাবে ৷ চুল্লির পাশে পড়ে থাকা অবশিষ্ট ছাই থেকে নমুনা সংগ্রহ করে সিবিআইয়ের ফরেনসিক দল । এছাড়া যায় প্রভাকরের বাড়ি। সেখান থেকে অভিযুক্ত প্রভাকর পোদ্দারের ব্যবহৃত জামা-কাপড় এবং অন্তর্বাস নিজেদের হেফাজতে নেন আধিকারিররা। সেই সময়েই প্রভাকরের মা দাবি করেন, শুধু সোহেল গয়ালী এবং প্রভাকর পোদ্দার নয়। সেদিন উপস্থিত ছিল রঞ্জিত নামে আরও একজন। যে তাঁদের বাড়ির কাছেই বমি করছিল।যদিও রঞ্জিত সম্পর্কে বিশেষ কোনও তথ্য তিনি দিতে পারেননি। তিনি বলেন, ‘আমার ছেলের সঙ্গে আরও একটি ছেলে ছিল রঞ্জিত। সে বমি করছিল। আমার ছেলে প্রভাকরকে ডাকতে সে বাড়িতে চলে আসে। আমায় বলে রঞ্জিতকে একলা বসিয়ে রেখে এসেছি।’

গতকাল সিবিআইয়ের প্রতিনিধিদল মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে । নাবালিকার মা-বাবার সঙ্গে কথাও বলে । এরপরেই অভিযুক্ত সোহেল গোয়ালীর বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে বাড়ি সিল করে দেন তদন্তকারীরা ।