আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তে প্রথম রিপোর্ট হাইকোর্টে পেশ করল সিবিআই। হাউসস্টাফ নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি সিবিআইয়ের। কাজ না করেও একাধিক কাজের বিল করা হয়েছে। দশ হাজার থেকে ১ লক্ষ টাকার ভুয়ো বিল রয়েছে। সিবিআইয়ের রিপোর্টে এমনটাই রয়েছে বলে সূত্রের খবর। এমবিবিএস পাস করার পর হাউস স্টাফ নিয়োগ করা হয়। সেই নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। কিন্তু ওই দুর্নীতির পেছনে কোনও আর্থিক লেনদেন রয়েছে নাকি কোনও স্বার্থ জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আদালতে জানানো হবে আগামী মাসে মামলাটি ফের আদালতে উঠলে। সিবিআই সূত্রে খবর, একাধিক ভুয়ো বিল উদ্ধার করা হয়েছে। সেখানে কাজ হয়নি অথচ বিল করে দেওয়া হয়েছে। ওই বিলের পরিমাণ কখনও ১০ হাজার তো কখনও ১ লাখ। এনিয়ে জুনিয়র চিকিত্সক ত্রিনেশ মণ্ডল বলেন, ছাত্ররা বহুবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করেছে। কাছের লোকজনকে হাউসস্টাফশিপ পাইয়ে দেওয়া, পরীক্ষায় তাদের বেশি নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আন্দোলনকারী ছাত্রদের ইন্টার্নশিপ না করতে দেওয়ার হুমকি দেওয়া হতো। বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রির করার মতো অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম এনিয়ে সিবিআই তদন্ত করুক। সন্দীপ ঘোষ ও তার বাহিনীর বিরুদ্ধে যে আর্থিক তছরুপের অভিযোগ উঠছে তাক তদন্ত সিবিআই করুক তা আমরা চাই।