পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইঞার পর এবার মদন মিত্র। ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় এবার কামারহাটির তৃণমূল বিধায়ককে ডেকে পাঠাল সিবিআই। সোমবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে। সেইসঙ্গে বিধায়কপুত্র স্বরূপ মিত্রকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, মদন মিত্রকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এবং তাঁর ছেলে স্বরূপকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। যদিও মদন বলেছেন, ‘‘এখনও পর্যন্ত কোনও নোটিস আমার হাতে আসেনি। নোটিস পেলে নিশ্চয় তদন্তে সহযোগিতা করব।’’