জেলা

কুন্তল মামলায় সিবিআইয়ের তলব, বাঁকুড়ার জনসংযোগ যাত্রা ছেড়ে কলকাতায় আসছেন অভিষেক

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল সিবিআই৷ এ দিন সকালেই নোটিস পেয়েছেন সিবিআই৷ আগামিকাল সকাল এগারোটায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে সিবিআই৷ সিবিআই নোটিশ পেয়ে বাঁকুড়া ছেড়ে আজই কলকাতা আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ তাঁর সভা ছিল বাঁকুড়া জেলার ইন্দাসে। সেই সভায় বক্তৃতা দিচ্ছেন না অভিষেক। সেখানে আজ বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল চেয়ারপার্সন। সিবিআই নোটিশ পাওয়ার পাওয়ার পরে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই নোটিশের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করব’। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন, একদিনের সময় পর্যন্ত দিয়ে নোটিশ দেওয়া হয়নি। এরপরে আরেকটি ট্যুইট করে তিনি লিখেছেন, বাঁকুড়ায় আজ জনসংযোগ যাত্রা স্থগিত থাকল। লেখা, আগামী ২২ মে একই জায়গা থেকে ফের শুরু হবে যাত্রা। এরপরেই লিখেছেন, এতে হতাশ না হয়ে তিনি আরও বেশি করে পশ্চিমবঙ্গবাসীর জন্য নিজেকে উৎসর্গ করবেন। নিয়োজিত করবেন জনগণের সেবায়।