দেশ

নাগরিকদের টাকায় তৈরি দেশের সম্পত্তি নিজের বন্ধুদের কাছে বিক্রি করছে কেন্দ্র: রাহুল গান্ধী

আজ সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা রাহুল গাঁধী বলেন, “দেশের সব কিছু বিক্রি করেছে মোদি সরকার। করোনার সময়ও কোনও সাহায্য করেনি কেন্দ্র। নিজের বন্ধুদের কাছে দেশের সম্পত্তির বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। ১.৬ লক্ষ কোটি পুরস্কার ২৬৭০০ কিলোমিটার ন্যাশনাল হাইওয়েজ। ১.৫ লক্ষ কোটি টাকায় রেলের ৪০০ স্টেশন, ১৫০ ট্রেন বিক্রি। করোনার সময় বহু মানুষ চাকরি হারিয়েছেন। ৮০০০ কিলোমিটার ন্যাশনাল পাইপ লাইন। টেলিকমের ২.৮৬ লক্ষ কিলোমিটার বিক্রি করে দেওয়া হচ্ছে। ২৯০০০ কোটি টাকার ওয়্যারহাউজিং বিক্রি। ১৬০টি কয়লা খনি, ২১০০০ কোটি টাকায় ২৫টি বিমানবন্দর বিক্রি। ২টি জাতীয় স্টেডিয়াম ১১০০০ কোটি টাকায় বিক্রি। সবকিছু মাত্র ৩ থেকে ৪ জনের হাতে তুলে দেওয়া হচ্ছে। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন নাম দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যত বিক্রি করা হচ্ছে দেশের ৩-৪ জন শিল্পপতির কাছে।”