জেলা

বাঁকুড়ার স্কুলের মিড ডে মিলে বিছে

এবার মিড ডে মিলের খাবারে আস্ত বিছে! ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের। আর সেই বিছে ফেলে দিয়েই খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও প্রধান শিক্ষক প্রকাশচন্দ্র পণ্ডা বলেন, বিষয়টি নজরে আসার পরেই সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে।  সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। আর সেই খাবার খেতে গিয়েই এক পড়ুয়ার নজরে আসে আস্ত একটি বিছে। বিষয়টি জানাজানি হতেই পড়ুয়া ও অভিভাবকমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্কুল ছুটির পর শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যাওয়ায় উত্তেজিত জনতা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখায়। স্কুলের এক ছাত্রীর দাবি, মিড ডে মিলের খাবারে বিছে দেখতে পাওয়ার পরেই বিষয়টি শিক্ষকদের জানান হয়। কিন্তু শিক্ষকরা সেই খাবারই খেয়ে নিতে বলেন বলেন। এমনকী বিষয়টি বাড়ির লোকেদেরও না জানানোর কথা বলা হয়। যদিও তার আগেই কয়েকজন পড়ুয়া সেই খাবার খেয়ে ফেলে বলে জানা গিয়েছে। এই বিষয়ে প্রশান্ত লায়েক নামে এক অভিভাবক বলেন, ‘এই স্কুলে দীর্ঘদিন ধরেই মিড ডে মিল নিয়ে অবহেলার ছবি ধরা পড়ছে। এখনও পর্যন্ত কোনও ছাত্র বা ছাত্রী অসুস্থ না হলেও বিষয়টি যথেষ্ট উদ্বেগের।’ গোটা বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে বলেও জানান তিনি। এদিকে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রকাশচন্দ্র পণ্ডাকে টেলিফোনে বলেন, ‘বিষয়টি নজরে আসার পরেই সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে। যে ক’জন পড়ুয়া খাবার খেয়েছিল তাদেরও বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।’ তবে প্রত্যেকেই সুস্থ রয়েছে বলে দাবি তাঁর।