কলকাতা

বিধানসভা উপনির্বাচনে রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, জানাল নির্বাচন কমিশন

লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যে চারটি বিধানসভায় উপনির্বাচন। এর জন্য কবে থেকে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তা জানাল নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে বিধানসভা উপনির্বাচনের জন্য ২৬ জুন থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। যার মধ্যে ৪৭ কোম্পানি থাকবে বুথে। বাকি বাহিনী স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য রাখা হবে। পাশাপাশি সব বুথেই ওয়েব কাস্টিং করা হবে। প্রসঙ্গত রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা, রায়গঞ্জ এই চারটি বিধানসভা কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে। ভোটগণনা হবে ১৩ জুলাই।