শনিবার সপ্তম দফার মধ্যে দিয়ে শেষ হচ্ছে লোকসভা নির্বাচন। তবে ভোটপর্ব মিটলেও রাজ্যে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা। গণনার পরেও দুদিন রাজ্যে রেখে দেওয়া হবে বাহিনীকে, জানানো হয়েছে এমনটাই। মূলত, ভোট পরবর্তী হিংসা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হিংসার ঘটনা এড়াতে ভোটের পর রাজ্যে মোতায়েন থাকবে মোট ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মূলত, বিরোধীদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪০০ কোম্পানি বাহিনীর মধ্যে ১১৫ কোম্পানি, বিএসএফ থাকবে ১১৮ কোম্পানি, সিআইএসএফ থাকবে ৭১ কোম্পানি, আইটিবিপি ৩৬ কোম্পানি, এসএসবি ৬০ কোম্পানি। ২০২১ সালে বিধানসভা নিবার্চনের পর রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটেছে। কিছু কিছু ক্ষেত্রে এখনও সেই ঘটনা সম্পর্কিত মামলা চলছে আদালতে। এবার অপ্রীতিকর ঘটনা এড়াতেই আগাম সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন।