অবশেষে অর্জুন সিংয়ের দাবি মানল কেন্দ্রীয় সরকার ৷ দিল্লিতে ২ দফায় বৈঠকের পর, কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল কেন্দ্র। ‘লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক ও পাটশিল্পের জয়’, টুইট করলেন অর্জুন সিং। পাট শ্রমিকদের দুরবস্থা নিয়ে সবর হয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন। কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন তিনি। নিশানা করেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীষূষ গোয়েল। এমনকী, আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি গেরুয়াশিবিরে মোহভঙ্গ হল অর্জুনের? এবার ঘর ওয়াপসি? জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অর্জুন সিংয় অভিযোগ করেছিলেন, ‘‘সরকারি বৈঠকে আলোচিত হওয়া বিষয় ও তার সিদ্ধান্ত সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে । কিন্তু অজ্ঞাতকারণে তা সাধারণের সামনে আনছেন না । চাষিদের থেকে পাট কেনার দাম সর্বোচ্চ পার বেল ৬৫০০হাজার টাকা বেঁধে দেওয়া হয়েছে । জুট শিল্পকে ক্ষতির মুখে নিয়ে যাওয়া হচ্ছে ।’’