দেশ

ওমিক্রনের সংক্রমণ রুখতে করোনার পরীক্ষা বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের

করোনার নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ৷ মঙ্গলবারের ওই বৈঠক থেকে তিনি পরামর্শ দেন কোভিডের পরীক্ষার পরিমাণ বাড়ানোর জন্য ৷ আর এই সংক্রান্ত ক্ষেত্রে ব্যবস্থা ঠিক রাখার বিষয় নিয়েও নির্দেশ দেন তিনি ৷  ভারতে অবশ্য এখনও এই ভ্যারিয়্যান্টের সন্ধান পাওয়া যায়নি ৷ কিন্তু তার আগেই সরকার দেশে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে তৎপর ৷ এই নিয়ে ইতিমধ্যেই একদফা বৈঠক সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তারপর মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবও বৈঠক করলেন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের সঙ্গে ৷ বৈঠকে করোনার পরীক্ষা বৃদ্ধির পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসার পরিকাঠামো ঠিক রাখা ও হোম আইসোলেশনের উপর জোর দেওয়ার কথা বলেছেন রাজেশ ভূষণ ৷ এর আগে করোনা সংক্রান্ত বিধি কড়া ভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে নজরদারি বৃদ্ধিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছিলেন তিনি ৷