কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) যুগ্ম অধিকর্তা রাকেশ আগরওয়াল ও সম্পত মীনার কার্যকালের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ কর্মী মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি রাকেশ আগরওয়ালের কার্যকালের মেয়াদ ২ সেপ্টেম্বরের পরে ছয় মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে । রাকেশ আগরওয়াল হলেন ১৯৯৪ ব্যাচের হিমাচল প্রদেশের আইপিএস ক্যাডার ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি ১৯৯৪ ব্যাচের ঝাড়খণ্ডের আইপিএস ক্যাডার সম্পত মীনারও কার্যকাল বাড়ানোর অনুমোদন দিয়েছে ৷ ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই-এর যুগ্ম অধিকর্তা পদেই রাখা হয়েছে ৷ ইডি ও সিবিআইয়ের অধিকর্তাদের কার্যকালের মেয়াদ দু বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধীরা ৷ আদালতে তার জবাবও দিয়েছে কেন্দ্র ৷ এর আগে, শীর্ষ আদালত ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছিল । পিটিশনগুলি গত নভেম্বরে জারি করা দুটি অর্ডিন্যান্সকেও চ্যালেঞ্জ করেছে ৷ সিবিআই এবং ইডি অধিকর্তাদের মেয়াদ দুই বছর আগের থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে ।