দেশ

আজ থেকে শুরু সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চের শুনানির সরাসরি সম্প্রচার

 ইতিহাসে প্রথমবারের জন্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার, তার সাংবিধানিক বেঞ্চের কার্যক্রম সরাসরি সম্প্রচার শুরু করেছে৷ সাংবিধানিক বেঞ্চের বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার https://webcast.gov.in/scindia/ এ দেখতে পারবে সাধারণ মানুষ ৷ ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর একটি যুগান্তকারী রায়ে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ সাংবিধানিক বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারের বিষয়টিতে অনুমোদন দিয়েছিল ৷ সেখানে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সাংবিধানিক বেঞ্চের শুনানির সরাসরি সম্প্রচার করা যাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৷ সেই রায় দেওয়ার সময় তিনি রূপকভাবে বলেছিলেন, ‘সূর্যের আলোই সেরা জীবাণুনাশক’ ৷ সেই রায় ঘোষণার ৪ বছর পর আজ তা কার্যকর করা হল ৷ প্রসঙ্গত, এর আগে সোমবার প্রধান বিচারপতি উমেশ উদয় ললিত জানিয়েছেন, সাংবিধানিক বেঞ্চের শুনানি সম্প্রচারের জন্য খুব শীঘ্রই একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে ৷ তবে, এখন শুনানিগুলি ইউটিউবে সম্প্রচার করা হবে ৷ সিজেআই-এর নেতৃত্বে সুপ্রিম কোর্ট বিচারপতিদের মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার পর এই ঘোষণা করা হয়েছে ৷ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সাংবিধানিক বেঞ্চের শুনানির সরাসরি সম্প্রচার করা হবে ৷ যা তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের যুগান্তকারী রায়ের ৪ বছর পর কার্যকর করা হল ৷ সূত্রের খবর, শুনানির সরাসরি সম্প্রচার প্রথমে ইউটিউবে হবে ৷ তার পর সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোলা হবে ৷ সাধারণ মানুষ এই শুনানি তাঁদের মোবাইল ফোন ও কম্পিউটার থেকে দেখতে পাবেন ৷