দেশ

পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হলে ১৫ দিনের ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা

দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। এবার থেকে পরিবারের কেউ কোভিডে আক্রান্ত হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মিলবে অতিরিক্ত ছুটি। ১৫ দিনের ছুটি মিলবে। স্পেশাল ক্যাজুয়াল লিভ(এসসিএল) বা বিশেষ ছুটি মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মা-‌বাবা, স্ত্রী কিংবা সন্তানরা কোভিডে আক্রান্ত হলেই এখন থেকে এই ১৫ দিনের ছুটি  পেয়ে যাবেন তাঁরা। এই মর্মে কর্মিবর্গ (পার্সোনেল) মন্ত্রক থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাতেই বিশদে এ বিষয়ে সমস্ত কিছু জানানো হয়েছে। নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের উদ্দেশে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়ির লোকের কোভিড পজিটিভ হলে হাসাপাতালে ভর্তি সংক্রান্ত বিষয়, তারপর আইসোলেশনে যাওয়া এই বিষয়ে আর্জি জানাচ্ছিল। সবকিছু বিবেচনা করেই কেন্দ্রীয় সরকার এই ১৫ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বাড়ির লোকের কোভিড হয়েছে তাই ১৫ দিনের ছুটি দেওয়া হল। কিন্তু ওই ১৫ দিনের পর দেখা গেল ফের পরিবারের অন্য সদস্যের কোভিড পজিটিভ হয়েছে আবার হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে সেক্ষেত্রে ফের ওই কর্মীর ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। এবার দেখা গেল সরকারি কর্মীর নিজেরই করোনা হয়েছে সেক্ষেত্রে তাঁকে হোম আইসোলশনে থাকতে হচ্ছে অথবা হাসপাতালে ভর্তি হতে হয় সেক্ষেত্রে স্পেশাল ক্যাজুয়াল লিভ(এসসিএল) দেওয়া হবে। তবে কোভিড আক্রান্ত হওয়ার পর ২০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে, তখন হাসাপাতালে ভর্তির কাগজ দেখাতে হবে অফিসে। অন্যদিকে, নিজে করোনায় আক্রান্ত হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২০ টি ছুটি নিতে পারেন।  সেই নির্দেশিকায় জানানো হয়েছে, যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী করোনায় আক্রান্ত হন, হোম আইসোলেশনে থাকেন বা হাসপাতালে ভর্তি হন, তাহলে তাঁকে ২০ দিন পর্যন্ত স্পেশাল ক্যাজুয়াল লিভ (এসসিএল) বা আর্নড লিভ (ইএল) দেওয়া হবে। যেদিন করোনা রিপোর্ট পজিটিভ আসবে, সেদিন থেকে সেই ছুটির মেয়াদ কার্যকর হবে বলে জানানো হয়েছে।  ২০ দিনের ছুটির পরও যদি হাসপাতালে থাকতে হয়, তাহলেও সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে ছুটি দেওয়া হবে। তবে সেজন্য প্রয়োজন হবে হাসপাতালের নথিপত্র।