দেশ

চার্লসের রাজ্যাভিষেকে ভারতের প্রতিনিধি হয়ে লন্ডন গেলেন সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়

রাজা চার্লসের রাজ্যাভিষেকের কারণে রীতিমতো সাজো সাজো রব সারা ব্রিটেনে।আগামীকাল ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে সেই বহুপ্রতীক্ষিত অনুষ্ঠান।আট মাস আগে রাণীর দেহত্যাগের পর ৮ সেপ্টেম্বর নিজে থেকেই সিংহাসনে রাজা হিসেবে আসীন হয়েছিলেন চার্লস। এবার তাঁর রাজ্যাভিষেকের পালা। রাজ্যাভিষেকের নির্ধারিত সময় হল সকাল এগারোটা। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত হবে রাজা চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠান। প্রসঙ্গত সেই উপলক্ষে নয়া সাজে সেজে উঠেছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। গত ৯৫০ বছর ধরে সেখানেই আয়োজিত হচ্ছে সম্রাটদের বিশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান। সারা বিশ্বের মতো ভারত থেকেই একাধিক অতিথি আমন্ত্রণ পেয়েছেন রাজ্যাভিষেকের রাজকীয় অনুষ্ঠানে। তবে ভারত সরকারের তরফে অনুষ্ঠানে যোগ দিতে আজই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।