সকালে কুয়াশা, পরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামিকাল, শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে দার্জিলিঙে তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা। তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি নীচে।