দেশ

দোল পূর্ণিমার দিনেই বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ

 ২০২৪ সালের দোল পূর্ণিমার তিথি শুরু হয়েছে ২৪ মার্চ সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে। পূর্ণিমা তিথি চলবে ২৫ মার্চ ১২ টা ২৯ মিনিট পর্যন্ত। সেই সময়ই আবার রয়েছে চন্দ্রগ্রহণ।  চন্দ্রগ্রহণের সময় হল ২৫ মার্চ সোমবার সকাল ১০.২৩ মিনিটে শুরু করে গ্রহণ শেষ হবে ২৫ মার্চ দুপুর ৩ টে বেজে ২ মিনিটে। এই সময়কালের মধ্যে চলবে দোল ও হোলি উদযাপন।  মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে সোমবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গ্রহণ দেখতে পাবেন উত্তর এবং দক্ষিণ আমেরিকার মানুষ। এ ছাড়া ইউরোপের আয়ারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, দক্ষিণ নরওয়ে, ইটালি, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডসের কিছু অংশ থেকেও গ্রহণ দেখা যাবে। তবে ভারতের কোনও অংশ থেকে দোলের চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ভারতের স্থানীয় সময় সকাল নাগাদ যেহেতু এই চন্দ্রগ্রহণ শুরু হবে, তাই এটি ভারত থেকে দেখা যাবে না। বহু ধর্মীয় আচার অনুসারে ভারতে গ্রহণ ঘিরে সুতককালের বিষয়টি থাকে। যেহেতু ভারতে এই গ্রহণ দেখা যাবে না, তাই থাকছে কোনও সুতককাল।