বিজ্ঞান-প্রযুক্তি

চন্দ্রযান ৩-এর রোভার ‘প্রজ্ঞান’ চন্দ্রপৃষ্ঠে তার কাজ শেষ করে চলে গেল স্লিপ মোডে

ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ঘোষণা করেছে যে চন্দ্রযান-৩ -র রোভার ‘প্রজ্ঞান’ চন্দ্রপৃষ্ঠে তার কাজ শেষ করেছে এবং স্লিপ মোডে চলে গেছে। ইসরো-র প্রধান এস সোমানাথের আগেই জানিয়েছিলেন এই কথা যে প্রজ্ঞান ও বিক্রম দুজনেই স্লিপ মোডে যাবে৷ আর তাঁর জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সেই খবর দিয়েছে৷  তারা আরও জানিয়েছে যে মুন মিশনে রোভার এবং ল্যান্ডার যথাক্রমে ‘প্রজ্ঞান’ এবং ‘বিক্রম’ ভালভাবে কাজ  সম্পন্ন করছে৷  চাঁদে চোদ্দ দিনের রাত পর্ব এসে যাওয়ায় তাদেরও ‘স্লিপ’ মোডে রাখা হবে। কিন্তু প্রশ্ন হল স্লিপ মোডের পরেও ঘুম থেকে না উঠলে কী হবে। আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ISRO একটি পোস্টে বলেছে, ‘রোভারটি তার কাজ শেষ করেছে। এটি এখন নিরাপদে পার্ক করা হয়েছে এবং স্লিপ মোডে সেট করা হয়েছে৷ APXS এবং LIBS পেলোডগুলি বন্ধ করা হয়েছে৷ এই পেলোডগুলি থেকে ডেটা ল্যান্ডারের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হয়। চন্দ্রযান ৩ -র রোভার ‘প্রজ্ঞান’ জেগে না উঠলে কী ঘটবে তারও  ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ পোস্টে বলা হয়েছে যে ‘বর্তমানে, ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে পরবর্তী সূর্যোদয় হবে ২২ সেপ্টেম্বর৷  তাই আশা করা হচ্ছে যে প্রজ্ঞানের সৌর প্যানেলগুলি সেই সময়ে সূর্য থেকে শক্তি গ্রহণের জন্য প্রস্তুত হবে। রোভার এবং ল্যান্ডার দ্বিতীয় পর্বে রাউন্ড অ্যাসাইনমেন্টের জন্য জেগে উঠবে বলে আশা করা হচ্ছে। তা না হলে ভারতের চন্দ্র দূত হয়ে চিরকাল সেখানেই থাকবে।’