দেশ

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ২

মুম্বইতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু জনের ৷ শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও চৌপাট্টিতে একটি চারতলা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পৌরনিগমের কর্মকর্তারা । সূত্রের তরফে জানা গিয়েছে, ওই ভবন থেকে দুইজনের পোড়া দেহাবশেষ উদ্ধার করা হয়েছে ।পৌরনিগমের আধিকারিকরা অবশ্য বলছেন, প্রাথমিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । সংবাদ সংস্থা পিটিআই-কে এমসিজিএম কর্মকর্তা বলেন, রাংনেকার রোডে অবস্থিত গোমতী ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় রাত ৯টা ৩০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে । মুম্বইয়ের দমকল বাহিনীর আটটি ইঞ্জিন এবং অন্যান্য যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে ৷ তবে ততক্ষণে আগুন ভয়াবহ চেহারা নিয়েছিল ৷ ক্রমেই তা ছড়িয়ে পড়ছিল সেই বহুতলজুড়ে ৷ একজন কর্মকর্তা বলেছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে । তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ২৩ নভেম্বর মেগাসিটির একটি ২৪ তলা আবাসিক ভবনে আগুন লেগেছিল ৷ যার পরে সেখান থেকে কমপক্ষে ১৩৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছেন পৌরনিগমের এক আধিকারিক ৷ তাঁরা জানান, ঘোড়াপদেও এলাকার এমএইচএডিএ কলোনির নিউ হিন্দ মিল কম্পাউন্ডে অবস্থিত বিল্ডিংয়ের তৃতীয় তলায় সে দিন ভোর ৩.৪০এ আগুন লাগে ৷ পরে বিধ্বংসী আকার নেয় ৷ যুদ্ধকালীন তৎপরতায় ওই ভবনে থাকা লোকেদের উদ্ধারের কাজ শুরু হয় ৷ এই আবাসনে সাধারণ লোকজন বিশেষত কারখানার শ্রমিকদের ফ্ল্যাট দিয়েছে সরকার ।