নাগরাকাটার ভগৎপুর চা বাগানে দুই সপ্তাহের ব্যবধানে ফের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। চা বাগানের বিভিন্ন এলাকায় চিতাবাঘের আনাগোনা বাড়তে থাকায় বনদপ্তরের তরফে পাতা হয়েছিল খাঁচা। সেই খাঁচাতেই বৃহস্পতিবার ভোরে চিতাবাঘটি ধরা পড়ে। জানা গিয়েছে দিন কয়েক আগেই চা বাগানের ৮ নম্বর সেকশনে একটি গরুকে চিতাবাঘটি সাবাড় করেছিল। যেখানে এই ঘটনাটি ঘটে তার পাশেই রয়েছে তুরিয়া লাইন ও জাহাজি লাইন নামে দুটি শ্রমিক মহল্লা। ফলে শ্রমিক বসতিতে চিতাবাঘের হামলা রুখতে খাঁচা পাতার আবেদন জানায় বাগান কর্তৃপক্ষ। ছাগল টোপ দিয়ে পাতা সেই খাঁচাতেই বৃহস্পতিবার ভোরে চিতাবাঘটি বন্দি হয়। চিতাবাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই কয়েকশো স্থানীয় সেখানে ভিড় জমান। বনদপ্তরের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে গাড়িতে করে নিয়ে যান। বিগত ২২ জুলাই এই বাগানেরই ১৫ নম্বর সেকশন থেকে একটি চিতাবাঘ ধরা হয়েছিল। বনদপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার সজল দে জানান ধরা পড়া চিতাবাঘটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।