জেলা

আলিপুরদুয়ারের মাদারিহাটে বন দফতরের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতা, কাটল আতঙ্ক

আলিপুরদুয়ারের মাদারিহাটে বেশ কিছুদিন ধরেই চলছিল চিতা বাঘের উপদ্রব। চিতার আক্রমণে বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনাও ঘটেছিল। স্থানীয়দের আবেদন মেনেই এলাকায় ঘুরে বেড়ানো চিতাবাঘকে ধরতে বনদপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছিল। আর সেই খাঁচাতেই বন্দি হল চিতাবাঘ। সোমবার সকালে মাদারিহাট-বীরপাড়া ব্লকের রামঝোড়া চা বাগানের ১৪নং সেকশনে পাতা খাঁচায় বন্দী অবস্থায় স্থানীয়রা চিতটিকে দেখতে পান। ছাগল টোপ দিয়ে পাতা খাঁচায় চিতাবাঘার আটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে খবর, চিতাবাঘটি সুস্থ থাকায় সেটিকে লোকালয় থেকে দূরে জঙ্গলে এদিনই ছেড়ে দেওয়া হয়েছে।