দেশ

রসায়নবিদ খুনের গ্রেফতার ৭, তদন্তে এনআইএ

উদয়পুরের হত্যাকাণ্ডের মাত্র সপ্তাহখানেক আগেই একই ভাবে গলার নলি কেটে খুন করা হয় মহারাষ্ট্রের অমরাবতীর রসায়নবিদকে ৷ দুটি ঘটনার সঙ্গেই জড়িয়ে রয়েছে বিজেপি থেকে বরখাস্ত হওয়া নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য৷ সেই মন্তব্যের সমর্থন করার জন্যই মহারাষ্ট্র ও উদয়পুরে দুই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ অমরাবতীর হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ গত ২১ জুন অমরাবতীতে বাড়ি ফেরার পথে খুন হন 54 বছরের উমেশ কোলহে ৷ বাইকে চেপে এসে তাঁকে হত্যা করে পালায় দুই দুষ্কৃতী ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 7 জনকে ৷ সবাই অমরাবতীর বাসিন্দা ৷ যে ছুরি দিয়ে তাঁকে হত্যা করা হয়েছিল, সেটিও উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ উমেশকে অনুসরণ করা শুরু করে হামলাকারীরা ৷ অন্য একটি গাড়িতে যাচ্ছিলেন উমেশের ২৭ বছরের ছেলে ও তাঁর স্ত্রী ৷ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয় যে, এই হত্যার তদন্তের ভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ টুইটে লেখা ছিল, “২১ জুন মহারাষ্ট্রের অমরাবতীতে শ্রী উমেশ কোলহের বর্বরোচিত হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব এনআইএ-কে দেওয়া হল ৷” এর আগে অমরাবতীর ডিসিপি বিক্রম সালি বলেছিলেন যে, পেশায় রসায়নবিদ উমেশ নূপুর শর্মার মন্তব্যের পক্ষে সওয়াল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ সেই পোস্টের কারণেই তাঁকে খুন হতে হয়েছে ৷