চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৬৭/৬ (ওয়াটসন ৪২, সন্দীপ ২/১৯),
সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ১৪৭/৮ (উইলিয়ামসন ৫৭, ব্র্যাভো ২/২৫),
চেন্নাই সুপার কিংস ২০ রানে জয়ী।
এদিন টস জেতেন ধোনি আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে ওপেনিং জুটিতে বদল দেখা যায়। ওয়াটসন-ডু’প্লেসির বদলে ওপেন করেন স্যাম কুরান ও ডু’প্লেসি। প্রোটিয়া ব্যাটসম্যান শূন্য রানে ফিরলেও ২১ বলে ৩১ রান করেন কুরান। এরপর ওয়াটসন-অম্বাতি রায়াডু জুটি চেন্নাইয়ের ইনিংসের হাল ধরেন। দু’জনে মিলে জুটিতে ৮১ রান যোগ করেন। ওয়াটসনের সংগ্রহ ৪২ রান। রায়াডুর ৪১ রান। অন্যদিকে, এদিন অধিনায়ক ধোনি শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ১৩ বলে ২১ রান করে আউট হন। শেষদিকে জাদেজার ঝোড়ো ১০ বলে ২৫ রানের ভর করে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তোলে ছ’উইকেটে ১৬৭ রান। নটরাজন, সন্দীপ এবং খলিল দু’টি করে উইকেট পান।এদিকে, ১৬৮ রান তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যেই ওয়ার্নার এবং মনীশ পাণ্ডের উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ। আর পিচে বল স্পিন হতে শুরু হওয়ার পরই ম্যাচের রাশ চলে যায় চেন্নাইয়ের হাতে। ভাল শুরু করেও জাদেজার বলে বোল্ড হয়ে যান বেয়ারস্টো (২৩)। দ্রুত ফিরে যান প্রিয়ম গর্গও। এরপর উইলিয়ামসন ও বিজয় শঙ্কর জুটি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু বিজয়ও ১২ রান করে ফিরে যান। এরপর হায়দরাবাদের শেষ আশা উইলিয়ামসনও ৫৭ রানে আউট হয়ে ফিরে যান।শেষদিকে রশিদ খান কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।