কলকাতা

নবান্ন অভিযানের পরেই ভর্তি হাসপাতালে, করোনা আক্রান্ত জয় বন্দ্যোপাধ্যায়

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই নবান্ন অভিযানে গিয়েছিলেন তিনি। তারপরই কোভিড ধরা পড়ল এই বিজেপি নেতার। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল । দলীয় কর্মসূচিতে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করেন জয় বন্দ্যোপাধ্যায় । তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় । জয় বন্দ্যোপাধ্যায় নিজেই আজ তাঁর সোশাল অ্যাকাউন্টে সংক্রমণের কথা জানিয়েছেন । তিনি লিখেছেন, “একমাত্র শ্বাসকষ্ট আছে । তবে আগের থেকে এখন আমার অবস্থা অনেকটাই স্থিতিশীল।”