কলকাতা

পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ৪ শতাংশ ডিএ ঘোষণা

প্রতিবারের মতো এবার পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।শুরু হয়ে গেল কলকাতা ক্রিসমাস উৎসব। ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে পার্কস্ট্রিটে। সঙ্গে রাজ্য সরকারি কর্মী ও পেনশন উপভোক্তাদের জন্য ‘নতুন বছরের উপহার’ মুখ্যমন্ত্রীর। ১ জানুয়ারি থেকে রাজ্য সরকার কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পেনশনভোগীরা’। এর ফলে উপকৃত হবেন সাড়ে ১৪ লক্ষ রাজ্যবাসী। আর এই বাড়তি ৪ শতাংশ মহার্ঘ ভাতার জন্য রাজ্যের খরচ বাড়বে ২ হাজার ৭৫৫ কোটি টাকা।তিনি বলেন, আমরা দিই এটা মাঝে মাঝে। যদিও আমাদের পে-কমিশন আছে। এটা আমরা বাড়তি দিই। কারণ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন। ওদের সেটা নেই, ডিএটা আছে। ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। আমাদের এটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। তা সত্ত্বেও আমরা দিয়ে যাই। কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে। আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হল। এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে’।