কলকাতা

আগামীকাল বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি এখনও জটিল। বেশ কিছু জায়গা জলমগ্ন। টানা ভারী বর্ষণের জেরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ডিভিসি জল ছাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। আগামীকাল বুধবার হুগলি ও হাওড়ার বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথে হুগলির খানাকুলে যাবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন জেলা প্রশাসনের সঙ্গে। সেখান থেকে হাওড়ার উদয়নারায়নপুর ও আমতা পরিদর্শন করবেন তিনি। হাওড়া, হুগলির পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরেও। ইতিমধ্যেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।