স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন। একইসঙ্গে ৪০ তম জাতীয় যুব দিবস। মানুষ গড়ার কারিগর স্বামীজি। তিনি বারবার দেশ ও জাতি গঠনে তরুণদের এগিয়ে আসার কথা বলেছিলেন। স্থবির, জড় সমাজকে বলেছিলেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। স্বামী বিবেকানন্দর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন স্বামী বিবেকানন্দকে। তাঁর পোস্টে তিনি তুলে ধরেছেন স্বামীজির বাণী। নিজের এক্স হ্যন্ডেলে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক লিখেছেন, “স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁর ভ্রাতৃত্ব এবং ঐক্যের নিরন্তর বার্তা গভীর প্রাসঙ্গিকতার সঙ্গে অনুরণিত হয়। বিশেষ করে কঠিন সময়ে। স্বামীজির দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি যুবসমাজকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। “