কলকাতা

আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটমুখী মেঘালয়ে যাওয়ার আগে মঙ্গলবার আলিপুরদুয়ার রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন, তাঁর আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিকেলে হেলিকপ্টারে আলিপুরদুয়ারে নামবেন মুখ্যমন্ত্রী। আজ তাঁর কোন ঘোষিত কর্মসূচি নেই। হাসিমারার মালঙ্গীতে বনবাংলোতে রাত্রিযাপন করে বুধবার কপ্টারে মেঘালয়ে রওনা দেবে তিনি। মেঘালয়ের মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে জনসভা করার কথা রয়েছে মমতার, সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ১৯ জানুয়ারি আবার আলিপুরদুয়ারের ফিরে আসবেন মমতা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার সুভাষিনি চা বাগানের মাঠে সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে প্রশাসনিক জনসভাও করবেন মমতা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাধিক সরকারি প্রকল্প শিলান্যাসের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের সূচনা করবেন বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, জুলাই মাসে সুভাষিনি চা বাগানের মাঠে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার তরফে আয়োজিত গণবিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছিলেন মুখ্যমন্ত্রী।