মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা বিবেক সহায় করোনা পজিটিভ। বৃহস্পতিবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর। করোনা আক্রান্ত হওয়ার পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।মাস খানেক আগেই বিবেক সহায় রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা পদে নিযুক্ত হন। মুখ্যমন্ত্রী সহ রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি। নবান্ন সূত্রের খবর, বুধবার অবধি তার শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। কিন্তু বুধবার পেরিয়ে বৃহস্পতিবার হতেই চিকিত্সকের চোখে ধরা পড়ে। সন্দেহ হতেই পাঠানো হয় নমুনা পরীক্ষা করাতে। এরপরেই আরটি-পিসিআর এ রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ের রিপোর্ট করোনা পজিটিভ আসে।সংস্পর্শে এসেছেন কারা, এই প্রশ্ন উঠতেই নবান্নের কোভিড মনিটরিং সেলের এক কর্তা জানিয়েছেন, ‘রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও রাজ্যের ভিভিআইপিদের থেকে অনেক দূরেই ছিলেন। তবুও সমগ্র পরিস্থিতি উপর নজর রাখছে নবান্ন।’