তাজপুর বন্দর নিয়ে আদানি গোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ সংবাদ সংস্থা পিটিআই’র খবর অনুযায়ী, বৃহস্পতিবার তাজপুরের গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা হয় দু’পক্ষের ৷ সূত্রের খবর, তাজপুর বন্দর তৈরির জন্য যে টেন্ডার দেওয়ার সময়সীমা ছিল, তা বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয় রাজ্যের মুখ্যসচিবের ৷ গত ১৫ ফেব্রুয়ারি তাজপুর বন্দর তৈরির টেন্ডার জমা করার শেষ তারিখ ছিল ৷ সেই সময়সীমা বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আদানি গোষ্ঠীর তরফে জানতে চাওয়া হয় ৷ সূত্রের খবর, আদানি গোষ্ঠী তাজপুর বন্দর তৈরিতে ইচ্ছুক ৷ তাই রাজ্য সরকারের কাছে টেন্ডার জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখানে আবেদন করা হয়েছে ৷ এ নিয়ে নবান্নের এক বিশেষ সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘‘মুখ্যসচিব রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রস্তাবিত তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে ৷ যেখানে টেন্ডার জমা করার শেষ তারিখ পিছিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ বৈঠকে আদানি গ্রুপের একজন শীর্ষ অধিকর্তা উপস্থিত ছিলেন ৷’’ এই বৈঠক আরও বেশি করে গুরুত্ব পাচ্ছে, কারণ আর দু’মাস পরেই রাজ্যে বিশ্ব বাণিজ্য সম্মেলন বসতে চলেছে ৷ তার আগে ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠীর শীর্ষস্তর থেকে সরাসরি সরকারের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত এই আলোচনা যথেষ্ঠ অর্থবহ বলে মত শিল্পমহলের ৷