আড়াই বছরের একটি শিশু মাঠের কুয়োর মধ্যে পড়ে যায় । সাড়ে তিন পর শিশুটিকে উদ্ধার করেন সেনাকর্মীরা ৷ শিশুটির কোথায় কোনও চোট লাগেনি ৷ এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে । যা দেখে মানুষ সেনাবাহিনীর সাহসিকতার পাশাপাশি মানবিকতাকে বাহবা জানাচ্ছেন। গুজরাতে এমন একটি ঘটনা সামনে এসেছে যেখানে সবাই সেনাবাহিনীর জওয়ানদের স্যালুট জানাচ্ছেন। মঙ্গলবার সন্ধে ৭ টা নাগাদ সুরেন্দ্রনগর জেলার ধাংধরা তালুকের দুদাপুর গ্রামের উপকণ্ঠে একটি মাঠে খেলতে গিয়ে আড়াই বছরের শিবম ৩০০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে যায় । তার মা রান্না করছিলেন এবং বাবা মাঠে কাজ করছিলেন । শিশুর পড়ে যাওয়ার শব্দ শুনে তার মা বাবাকে ডাকে । ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্বাস্থ্যবিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় । এএসপি ইনচার্জ শিবম ভার্মা বলেন, “ঘটনার কয়েক ঘণ্টা পরে ভারতীয় সেনা দল এসে পৌঁছয় ৷ ৪০ মিনিট চেষ্টায় সেনাকর্মীরা শিশুটিকে উদ্ধার করেন । এরপর উন্নত চিকিৎসার জন্য ধানগড়া সরকারি হাসপাতালে শিশুটিকে আনা হয় ৷ তার অবস্থা স্থিতিশীল ।”