দেশ

অরুণাচল সীমান্ত ঘেঁষে উড়ছে চিনা ফাইটার জেট, তিব্বতে বিমানঘাঁটিতে প্রচুর ড্রোন এবং যুদ্ধ বিমান মোতায়েন করছে চিন!

তাওয়াং সংঘাতের পরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার-র কাছে খুব কাছেই বিমান ঘাঁটিতে প্রচুর ড্রোন এবং যুদ্ধ বিমান মোতায়েন করছে চিন! উপগ্রহ চিত্রে সেই ছবিও সামনে এসেছে বলে দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। তাওয়াং সাঘতের আগেই অরুণাচলপ্রদেশে ভারতের আকাশসীমায় চিনা ড্রোন ঢোকার চেষ্টা চালায় বলে খবর। চিনের এই বেপরোয়া পদক্ষেপ নজরে আসতে পালচা ব্যবস্থা নেয় ভারত। তেজপুর এয়ারফোর্স স্টেশন থেকে সুখোই 30MKI উড়ে যায় তাওয়াংয়ে। আকাশপথে চলে নজরদারি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিব্বতের বিমান ঘাঁটিতে সুখোই 30MKI প্রায় একই ধরনের চিনা যুদ্ধ বিমান মোয়াতেন করেছে বেজিং। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় বাহিনী। অরুণাচলে ভারতের আকাশসীমার মধ্যে নিয়মিত নজরদারি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।  তিব্বতে বিমানঘাঁটিতে চিনের তৎপরতা বেড়েছে। উপগ্রহ চিত্রে একাধিক চিনা ড্রোনের ছবি ধরা পড়েছে দাবি করা হয়েছে ওই রিপোর্ট। ৯ ডিসেম্বরের আগেও চিনা ড্রোন ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে। সূত্রের খবর, চিনের বাংদা বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি WZ-7 Soaring Dragon ড্রোন মোতায়েন করেছে বেজিং। অরুণাচল সীমান্ত থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে এই বাংদা বিমান ঘাঁটি। বিশেষজ্ঞরা বলছেন McMahon Line এবং আকসাই চিন এলাকায় সহজেই তিব্বতের এই অংশ থেকে নজর রাখা যায়। কৌশলগত অবস্থান ব্যবহার করেই ড্রোন মোতায়েন রাখছে শি জিনপিংয়ের দেশ।