দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে উদ্ধার করা হয় ২০ হাজার কেজিরও বেশি বাজি, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া বাজিগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিআইডি আধিকারিক সহ মহেশতলা থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি দুটি থানার যৌথ অভিযানে মোট ৩৭ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।তাদের সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এদিকে, সোমবার সিআইডি আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। বাড়ির ছাদে ঘুরে দেখেন যেখানে গতকাল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পাশাপাশি বাড়িতে কি ধরনের দাহ্য বস্তু ছিল, আগুনের উৎস কোথায় এই বিষয়গুলোও খতিয়ে দেখছেন তারা।