কলকাতা

মঙ্গলবার থেকে রাজ্যে ফের শুরু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া বইবার সম্ভাবনা দেখা দিয়েছে। হওয়ার গতিবেগ থাকবে ঘন্টা প্রতি ৫০ থেকে ৬০ কিলোমিটার। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরে অধিকর্তা সৌরিশ দাশ এই খবর জানান। তিনি বলেন,আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম । কিছু কিছু জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুধু তাই নয় উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ার ও কালিম্পং–এ বৃষ্টিপাত এবং মালদা ও দুই দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। সোমবার পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ বইতে পারে। কলকাতাতে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। স্থানীয়ভাবে কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে সেই সম্ভাবনা খুবই কম এই কথা বলে সৌরিশ বাবু দাবি করেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হওয়ার গতিবেগ বাড়বে। দক্ষিণবঙ্গের জেলা বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ও বর্ধমান এ স্থানীয়ভাবে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে সন্ধ্যে বা রাতের দিকে। কিন্তু মূল দুর্যোগ আসবে মঙ্গলবার যা বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে।