কলকাতা

আইপিএস দেবাশিস ধর ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি-র হানা

 এবার সিআইডি-র নজরে আইপিএস অফিসার দেবাশিস ধর ও ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। রবিবার সকালে দেবাশিস ও সুদীপ্তবাবুর অফিস ও বাড়িতে তল্লাশি চালায় আধিকারিকরা। যদিও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি বলেই দাবি সুদীপ্ত রায়চৌধুরীর আইনজীবীর। হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় রবিবার সল্টলেকের ৫ জায়গায় হানা দেয় সিআইডি। ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী ও আইপিএস আধিকারিক দেবাশিস ধরের বাড়ি ও অফিসে হানা দেন আধিকারিকরা। সিবিআইয়ের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, গত কয়েকবছরে নাকি ৫ গুণ বেড়েছে আইপিএস দেবাশিস ধরের সম্পত্তির পরিমাণ। ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী নাকি দেবাশিসের ঘনিষ্ঠ। এই সম্পত্তি বৃদ্ধির পিছনে নাকি হাত রয়েছে সুদীপ্তর। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে বারাকপুরে দায়ের হয়েছিল মামলা। তার পরিপ্রেক্ষিতেই এদিন চলে তল্লাশি অভিযান।