কলকাতা

মনীশ শুক্লা খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সিআইডি

টিটাগড়ে বিজেপি  নেতা  মনীশ শুক্লা খুনের ঘটনায় এবার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র  উদ্ধার করল সিআইডি  | সিআইডি সূত্রে খবর, তামিলনাড়ু থেকে ধৃত মোস্ট ওয়ান্টেড  শার্পশ্যুটার  অনীশ ঠাকুরকে জেরা করে সিআইডি উদ্ধার করল খুনে ব্যবহৃত  আগ্নেয়াস্ত্র | উদ্ধার  ওয়ান শাটার   |  দত্তপুকুর এ অনীশের   পরিচিতের বাড়িতে খুনে  ব্যবহৃত  আগ্নেয়াস্ত্র  লুকিয়ে রেখেছিল| সিআইডি সূত্রে খবর,   বিহার জেলে  বন্দী সুবোধ সিংয়ের সঙ্গে খুনের ঘটনার পর একাধিকবার  কথা বলে অনীশ  ও অপর এক শার্প শ্যুটার |  সুবোধের কথাতেই  আগ্নেয়াস্ত্র দত্তপুকুরে পরিচিতের  কাছে  লুকিয়ে রেখেছিল | অনীশ ও অপর  এক শুটার  খুব কাছ থেকে মনীশ শুক্লাকে গুলি করে বলে সিআইডি  জেরায় জানিয়েছে অনিশ | অধরা  ওই অপর শার্প স্যুটার   সুবোধ সিংয়ের  খুবই ঘনিষ্ঠ | অপর ওই শার্প শুটারের  খোঁজে সিআইডি |  আপাতত ৬ মার্চ পর্যন্ত  সিআইডি  হেপাজতে  অনিশ ঠাকুর | দফায় দফায় চলছে জেরা |  সিআইডি  সূত্রে খবর,  অনীশ  খুনের পর অস্ত্র দত্তপুকুরে রেখে পালিয়ে যায় ট্যাক্সি করে বাবুঘাটে  | সেখান  থেকে পঞ্জাব  লুধিয়ানা , এরপর তামিলনাড়ুতে  ডাকাতি করতে চলে যায় | গত ২০ ফেব্রুয়ারি মনীশ  শুক্লা খুনের  ঘটনায় ধৃত  মোস্ট ওয়ান্টেড  শার্প শ্যুটার  অনীশ  ঠাকুরকে সিআইডি  তামিলনাড়ু  থেকে নিয়ে আসে   কলকাতায় | এরপর   টি – আই প্যারেড হয়  |অনীশকে জেরা করে চাঞ্চল্যকর  তথ্য  সিআইডির হাতে |