জেলা

মালদার মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ১ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করল সিআইডি

এবার মালদায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রচুর নগদ টাকার সন্ধান পেল সিআইডি ৷ রবিবার সকালে গাজোলের ঘাকশোল এলাকার বাসিন্দা জয়প্রকাশ সাহা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিআইডির এক আধিকারিক দল৷ নেতৃত্বে রয়েছেন এসপি (সিআইডি, মালদা রেঞ্জ) অনীশ সরকার, ডিএসপি (সিআইডি) আত্রেয়ী সেন-সহ ১০ আধিকারিক ৷ এছাড়াও সঙ্গে গাজোল থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররাও আছেন ৷ তাঁরা এসেই বাড়িটি ঘিরে ফেলেন ৷ এই নিয়ে সিআইডির কোনও প্রতিক্রিয়া না-পাওয়া গেলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর বেডরুমের বক্স খাটের ভিতর থেকে এক কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ৷ সব নোটই ৫০০ ও দু’হাজার টাকার ৷ ব্যবসায়ীকে সামনে বসিয়েই চলে টাকা গোনার কাজ ৷ তবে বিপুল পরিমাণ টাকা গোনার জন্য পরে আনা হয় মেশিনও ৷ প্রায় চার ঘণ্টা পর শেষ হয় টাকা গোনার কাজ ৷ ওই মাছ ব্যবসায়ীকে প্রাথমিকভাবে জেরা করে অফিসারদের হাতে আরও কিছু তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷ যদিও এই নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি সিআইডি আধিকারিকরা । তবে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরও কিছু জায়গায় তল্লাশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিআইডির এসপি ।