কলকাতা

আগামী ৩১ জুলাই থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত সিনেমা হল

৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি, মাস্ক ও স্ক্রিনিং করতেই হবে দর্শকদের, যাবে না পাশাপাশি বসা

কলকাতাঃ লকডাউনের কারনে বহুদিন সিনেমা হল বন্ধ।  ধীরে ধীরে সব ক্ষেত্রেই লকডাউন শিথিল হলেও সিনেমা হল গুলোর খোলার অনুমতি পায়নি। বৃহস্পতিবার রাজ্যের সিনেমা হলগুলি খোলার ব্যাপারে বড়সড় সিদ্ধান্তের কথা জানানো হল নবান্নের পক্ষ থেকে। তবে এবার সিনে প্রেমী ও হলমালিকদের কাছে সুখবর পশ্চিমবঙ্গে আগামী ৩১ জুলাই থেকে খুলে যাচ্ছে সমস্ত সিনেমা হল। তিন মাস পর খুলছে সিনেমা হল । যদিও সরকারের তরফ থেকে কিছু বিধিনিষেধ জারি থাকছে। যেমন যে কোনও সিনেমা হলের মোট চেয়ার সংখ্যার ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখাতে পারবে । প্রতি শো-এর পর হল স্যানিটাইজ করতে হবে, প্রত্যেক দর্শককে মাস্ক পড়তে হবে। সিনেমা হলের প্রবেশদ্বারে স্যানিটাইজেশন করতে হবে। অনেক ছবি মুক্তির অপেক্ষায়। শ্যুটিংয় হয়ে বাক্স বন্দি হয়ে অপেক্ষায় বহু বিগ বাজেট ছবি। বেশকিছু বিগ হাউস পুজোর ছবি মুক্তির কথা ঘোষণাও করেছে। তবে সরকারি তরফে কোভিডের কারণেই হল বন্ধ রাখা হয়েছিল।  অন্যদিকে, এদিন সকালেই নবান্নের তরফে কোভিডবিধি নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতেই উল্লেখ রয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে কোভিড বিধিনিষেধের মেয়াদ। সরকারি কোনও অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। তবে ইন্ডোর হল-এ অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আসন সংখ্যার ৫০ শতাংশ লোকজন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। মানতে হবে শারীরিক দূরত্ববিধি। এছাড়াও এবারের নির্দেশিকায় রাতে কড়া বিধিনিষেধের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। স্বাস্থ্য পরিষেবা, আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত পরিষেবা এবং অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া এই সময়ে যানবাহন এবং রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি।