কলকাতা

WB Budget 2024 : সিভিক ভলান্টিয়ারদের জন্য জোড়া সুখবর, বাড়ছে ভাতা, ঘোষণা রাজ্য বাজেটে

 রাজ্য বাজেটে কার্যত কল্পতরুর ভূমিকায় উত্তীর্ণ হয়েছে রাজ্যের তৃণমূল সরকার৷ ডিসেম্বরের পরে এদিন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাড়তি ৪ শতাংশ হারে ডিএ অর্থাৎ, মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ পাশাপাশি, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা৷ অন্যদিকে, জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। এর মাঝেই বিরাট সুখবর এসেছে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্যেও৷ বৃহস্পতিবার রাজ্য বাজেট ঘোষণার সময় সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে ১০০০টাকা৷ এই ভাতা বৃদ্ধির জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি,  এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য, যা এত দিন ১০ শতাংশ ছিল। ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।