হনুমান জয়ন্তীর শোভাযাত্রা চলাকালীন শনিবার উত্তেজনা ছড়ায় দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় ৷ জানা গিয়েছে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির ওই এলাকা ৷ অভিযোগ, এদিন সন্ধ্যায় শোভাযাত্রা চলাকালীন ওই মিছিলকে লক্ষ্য করে ঢিল ছোড়ে একদল দুষ্কৃতী ৷ এরপরেই শুরু হয়ে যায় অশান্তি ৷ চলে দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি৷ এই ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে ৷ বেশ কয়েকজন পুলিশও জখম হয়েছেন ৷ জখম পুলিশ কর্মীদের মধ্যে একজনের গায়ে গুলি লাগে বলেও বলেও জানা গিয়েছে ৷ চিকিৎসার জন্য তাঁকে বাবু জগজীবন রাম হাসপাতালে ভর্তি করানো হয় ৷ এই অশান্তির সময় আগুনও লাগিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে ৷ পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ দিল্লির পুলিশ সুপার রাকেশ আস্থানা জানিয়েছেন, দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন এই ঘটনায় ৷ দিল্লির বিভিন্ন উত্তেজনাপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷