শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছনোর পর সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে দিল্লির বাসভবনে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতির সুসম্পর্কের কথা কারোর অজানা নয় । দিল্লি গেলেই মমতা-কেজরিওয়াল সাক্ষাৎ হয়ে থাকে । তবে এদিনের বৈঠক নিতান্তই সৌজন্য সাক্ষাৎ কি না, তা জানা যায়নি ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী জোটকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় ও কেজরিওয়াল সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, এই বৈঠকে মমতা-কেজরিওয়ালের বৈঠকের কোনও ঘোষিত সূচি ছিল না ৷ একটি জাতীয় স্তরের রাজনৈতিক সভায় যোগ দিতেই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷